নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মার্সেল বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী সেরার খেতাব জিতেছে। পুরুষদের আট ওজন শ্রেণীর মধ্যে বিজিবি ৫ স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ ৮টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। ২ স্বর্ণ, ২ রৌপ্য ও ৪ ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিয়ে রানার্স-আপ হয় সেনাবাহিনী। বাংলাদেশ পুলিশ পায় তৃতীয়স্থান। এক স্বর্ণ, চার রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ তারাও ৮টি পদক জিতে নেয়। মহিলাদের আট ওজন শ্রেণীর মধ্যে সেনাবাহিনী চারটি করে স্বর্ণ ও রৌপ্য জিতে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি চার স্বর্ণ ও তিন রৌপ্য জিতে রানার্স-আপ এবং পাঁচটি ব্রোঞ্জ জিতে পুলিশ তৃতীয় হয়। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এসময় বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।