মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। গত শনিবার ইতালিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গত মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বুধবার (৩১ আগস্ট) সোনিয়ার দল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘তার (সোনিয়ার) মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহূর্তে, আমি তার পুরো পরিবারের পাশে আছি।’
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক টুইটে বলেছেন, ‘গত ২৭ আগস্ট শনিবার ইতালিতে নিজের বাসভবনেই মৃত্যু হয় সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর। গতকাল (মঙ্গলবার) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।’
কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর প্রয়াণে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছে দল।’
উল্লেখ্য, গত ২৩ আগস্ট অসুস্থ মা-কে দেখতে ভারত ছেড়েছিলেন সোনিয়া গান্ধী। সেসময় তার সঙ্গে দেশ ছেড়েছিলেন পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও। তারা তিনজনই এখন সোনিয়া গান্ধীর ছোটবেলার শহরেই আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোনিয়ার মা পাওলা মাইনোর বয়স ছিল ৯০-এর কোঠায়। বুধবার সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর অশোক গেহলট, শচীন পাইলট, মানিকম ঠাকুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদম্বরম, শ্রীনিবাস বিভি, মিলিন্দ দেওয়া-সহ বিভিন্ন কংগ্রেস নেতা টুইটারে শোক প্রকাশ করেছেন।
এছাড়া জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সংসদ সদস্য সুপ্রিয়া সুলেও শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, অসুস্থ মায়ের পাশে থাকার জন্য ইতালিতে গেলেও সেখান থেকেই দলীয় কাজে অংশ নিচ্ছেন সোনিয়া গান্ধী। দলের নতুন সভাপতি নির্বাচনের সময়সূচী প্রকাশের জন্য এআইসিসির বৈঠকে ইতালি থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা। সূত্র : পিটিআই
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।