Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি-নেইমারের নৈপুন্যে তুলুজের বিপক্ষে পিএসজির সহজ জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৩ এএম

লিগ ওয়ান ম্যাচে নবাগত দল তুলুজের বিপক্ষে ৩-০ গোলের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পিএসজি।আগের ম্যাচে মোনাকো এফসির সাথে হতাশাজনক ড্রয়ের পর গলতিয়ের শিষ্যরা আক্রমণত্মক ফুটবল খেলে গতকাল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

মেসি-নেইমার-এমবাপেকে নিয়ে গড়া পিএসজির 'আক্রমণ ত্রয়ী'এ ম্যাচে ছিলেন উজ্জ্বল।এদিন ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় পিএসজি।মেসির চমৎকারভাবে বক্সে বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন নেইমার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে অনেকটা সময় নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

৫০ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।ফের এসিস্ট আসে এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসির পা থেকে।বাঁ প্রান্ত থেকে তার বাতাসে ভাসানো দুরপাল্লার পাসে নিশানাভেদ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।এরপর যোগ করা সময়ে পিএসজির তৃতীয় গোলটি আসে হুয়ান বের্নাতের কাছ থেকে । কাছ থেকে নিচু শটে গোল করেন বের্নাত।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতলিয়ান ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ