Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জেসুস-মার্টিনেল্লির গোলে আর্সেনালের পাঁচে পাঁচ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়রথ চলছেই।গতকাল এস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে এবারের মৌসুমে টানা পঞ্চম জয় তুলে নিলো গানার্সরা।

এবারের প্রিমিয়ার লিগ আসর এগুচ্ছে নাটকীয়তায় পরিপূর্ণ সব ম্যাচের মধ্য দিয়ে। সব ইংলিশ জায়ান্ট ক্লাবই ইতিমধ্যে হার কিংবা ড্রয়ের স্বাদ পেয়েছে।তবে ব্যাতিক্রম আর্সেনাল।এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত গানার্সরা টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপর অবস্থান করছে।

এস্টন ভিলার বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল।জেসুস-মার্টিনেল্লিদের গতি আর ক্ষিপ্রতার সামনে কোনমতেই কুলিয়ে উঠতে পারছিলেননা এস্টন ভিলার খেলোয়াড়েরা।ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া গানার্সরা ৩০ মিনিটে প্রথম গোলের দেখা পায়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস মৌসুমে তার তৃতীয় গোল করে দলকে এগিয়ে দেন।দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে অ্যাস্টন ভিলায় খেলা ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইস গোল করে দলকে সমতায় ফেরান।

তবে সেই সমতা বেশিক্ষণ থাকেনি।তিন মিনিট পরেই আর্সেনালের তরুণ লেফট উইঙ্গার মার্টিনেল্লি দারুণ এক গোল করে দলকে ফের এগিয়ে দেন।মিডফিল্ডার বুকোয়াকা সাকার বাড়ানো বলে নিশানাভেদ করেন এই তারকা উইঙ্গার।

সব ম্যাচ জিতে আর্সেনাল ফুরফুরে মেজাজে থাকলেও পাঁচ ম্যাচের চারটিতে হারের মুখ দেখা এস্টন ভিলার পারফরম্যান্স নিশ্চয় কপালে চিন্তার ভাজ ফেলেছে কোচ স্টেফান জেরার্ডের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ