Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাক্রান্ত মাহাথির মোহাম্মদ হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাহাথিরের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন ৯৭ বছরের মাহাথির। গত জানুয়ারির শেষের দিকেও একবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করতে হয়েছিল। পরে ফেব্রæয়ারির গোড়ার দিকে সেখান থেকে তাকে রিলিজ দেন চিকিৎসকরা। ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির মোহাম্মদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ