Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দোয়ারাবাজারে ২০ ঘন্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৩:৪১ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে নৌকা থেকে পড়ে তাওহীদ (৪) নামে শিশুটির লাশ প্রায় বিশ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুন নূরের বাড়ীর পাশে খাসিয়ামারা নদী থেকে ওই শিশুটির মরা লাশ উদ্ধার করা হয়।

গতকাল (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে ওই শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়। ওই শিশুর নাম তাওহীদ (৪)। সে মিরপুর গ্রামের সমরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তাওহীদ বাবার সাথে খাসিয়া মারা নদীতে যায় বাবা নৌকা বাঁধতে ব্যস্ত হলে সে বাবার চোখ ফাঁকি দিয়ে নদীর ঘাটে থাকা তাদের নিজের নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।এসময় পাশের বাড়ীর লোকজন নৌকা থেকে পড়তে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েও তাওহীদকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন ও এলাকাবাসী প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো:
সাইদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা সংবাদ পেয়ে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার অভিযানে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ