মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার নিজের বলতে কিছু নেই। আমি ভাড়া বাড়িতে থাকি।’
গতকাল সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে এই খবর এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির আইনজীবী দলের সদস্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোমবার এই মামলাটি করেন।
আইনজীবী তিওয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলাটি করেন। মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সোমবার। কলকাতার মেয়ো রোডে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা জানতে পারেন তার পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ তুলে বিজেপির একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
এর প্রতিক্রিয়ায় মমতা বলেন, আমি দুই যুগ ধরে সংসদ সদস্য হিসেবে প্রাপ্য পেনশনের অর্থ গ্রহণ করছি না। আমার মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্য সাড়ে তিন লাখ রুপির বেতনও নেই না।
তিনি আরও বলেন, মায়ের মৃত্যুর পর থেকেই একা থাকি আমি। আজ আমার নিজের বলতে কিছুই নেই। ভাড়া বাড়িতে থাকি। আমরা সব ভাইবোন আলাদা জায়গায় বাস করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।