মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বারাণসীর জ্ঞানভাপী মসজিদের পর এবার মথুরার শাহি ইদগাহ মসজিদে নির্দেশ দেওয়া হল ভিডিও সমীক্ষার। হিন্দুত্ববাদীদের আবেদনেই আস্থা রাখল আদালত। গতকাল সোমবার (২৯ আগস্ট) এলাহাবাদ আদালত এই নির্দেশ দিয়েছে।
আদালত এই সমীক্ষা পর্যবেক্ষণের জন্য এক আইনজীবী কে কোর্ট কমিশনার এবং দু জনকে সহকারী কোর্ট কমিশনার নিযুক্ত করেছে। আগামী চারমাসের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
মথুরার প্রাচীন কাটরা স্তুপ ওই এলাকায় শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই আছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দুত্ববাদিরা দাবি করে কৃষ্ণ জন্মস্থানের ওই স্থানেই ছিল প্রাচীন কেশবদাস মন্দির।
মুঘল সম্রাট আওরঙ্গজেব যে ভাবে কাশীর আসল বিশ্বনাথ মন্দির ধ্বংস করে সেই একই পদ্ধতি অনুসরণ করে মথুরার কৃষ্ণ মন্দির ধ্বংস করে সেখানে মুঘল সম্রাট প্রস্তুত করেন শাহি ইদগাহ মসজিদ।
ভিডিওগ্রাফি করার দাবি জানিয়ে বেশকিছু মাস আগেই মামলা দায়ের করা হয় এলাহাবাদ হাইকোর্টে। হিন্দুত্ববাদীদের পক্ষে মণীশ যাদবের দাবি বারাণসী আদালতে তাঁরা মামলা দায়ের করেন কিন্তু সেখানে শুনানিতে ঢিলেমি চূড়ান্ত মাত্রা পায়। তাই এলাহাবাদ হাইকোর্টে তারা মামলা করতে বাধ্য হন । তাঁদের দাবি ইদগাহ চত্বর সিল করে করা হোক ভিডিওগ্রাফি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।