বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চ ও প্যান্ডেল ভেঙ্গে দিল পুলিশ। সোমবার বিকাল ৪ টায় উপজেলার ইন্দুরকানী বাজারে পুরাতন ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা বিএনপি ওঅঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ করে প্রতিবাদ সভা করেন।
জানা যায়,পুলিশের মৌখিক অনুমতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বিকালে উপজেলা বিএনপি ইন্দুরকানী বাজারের পুরাতন ফেরিঘাট এলাকায় মঞ্চ করে প্রতিবাদ সভার আয়োজন করেন।অনুষ্ঠান শুরুর আগে মাইকে প্রচার শুরু করলে হঠাৎ পুলিশ এসে জন দুর্ভোগে অভিযোগে এখানে সভা করা যাবে না বলে মঞ্চ প্যান্ডেল সরিয়ে নিতে বলেন। তখন উপজেলা বিএনপির নেতৃবৃন্ধ পুলিশের সাথে একাধিকবার কথা বললেও তারা ওই স্থানে সভা করতে বাধা দেন।পরে বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ.লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও আলমগীর কবির মান্নুর সঞ্চালনায় প্রতিবাদ সভা করা হয়।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, সদস্য এ্যাড.আবুল কালাম আকন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার,বিএনপি নেতা ফরিদ হোসেন,আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রমুখ। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার জানান,পুলিশের মৌখিক অনুমতি নিয়ে সকল আয়োজন করার পর অনুষ্ঠান শুরুর আগেই এখানে সভা হবে না বলে পুলিশ মঞ্চ প্যান্ডেল ভেঙ্গে দেয় ।পরে বাধ্য হয়ে বিএনপি অফিসের সামনে দ্রুত অস্থায়ী মঞ্চ করে সভার কার্যক্রম পরিচালনা করি।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, তাদের দলীয় কার্যালয়ের সামনেই সভা করার কথা ছিল। সেখানেই তারা সভা করেছে এছাড়া অন্যত্র কোন জায়গায় মঞ্চ করেছিল কিনা তা আমার জানা নেই।
মোঃ মনিরুজ্জামান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।