Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনবাগে ট্রাক চাপায় যুবক নিহত

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ৫:২৮ পিএম

নোয়াখালীর সেনবাগে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মো. মহিন উদ্দিন সুজন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সুজন সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক ও কেশারপাড় গ্রামের মাষ্টার দলিলুর রহমানের ছেলে।

সোমবার দুপুর স্য়োা ১২টার দিকে উপজেলার সেনবাগ-সোনাইমেুড়ী সড়কের কানকিরহাট পূর্ববাজারের কাছে ডুমুরুয়া ইউনিয়নের মতইন বৌদ্ধ বিহারের নিকটবর্তী মোড়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান সুজন মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকটির নিচে চাপা পড়ে। নিহত সুজনের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনবাগ বাজার থেকে দুপুর সোয়া ১২টার দিকে কানকিরহাট অভিমুখি বেপরোয়া গতির ট্রাক রওয়ানা দিয়ে বৌদ্ধ বিহার সংলগ্ন মোড়ে পথচারী সুজনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কানকিরহাট মা ও শিশু পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ