মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌপথ সম্প্রসারণ করে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ পেন্টাগনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে যেয়ে ন্যাটোতে যোগদানের জন্য ইউক্রেনকে উস্কে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরপরে রাশিয়া বাধ্য হয়ে অভিযান শুরু করলে তারা যুদ্ধ থামাতে আলোচনার বদলে অস্ত্র বিক্রি করে সমস্য আরও জিইয়ে রাখার চেষ্টা করছে।
জানা গেছে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে নৌপথে অস্ত্র পাঠানো শুরু করে। কিন্তু তখন প্রধানত আকাশপথ ব্যবহার করা হতো। পরিস্থিতি তীব্রতর হওয়ায় বিমান পরিবহন ঝুঁকিপূর্ণ হয়। তাই মার্কিন বাহিনী নৌ-পরিবহনের মাধ্যমে আরও বেশি অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেনকে মার্কিন সামরিক সমর্থন বাড়ানো রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি প্রশমনে সহায়ক নয়। বরং, রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সংঘর্ষ তীব্রতর হবে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।