Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দিন দ্য ডে’র বাজেট বিতর্ক: সত্যতা যাচাইয়ের অনুরোধ অনন্ত জলিলের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১০:২০ এএম

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত আলোচিত সিনেমা ‘দিন দ্য ডে’র বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করেই এতদিন প্রচার করেছেন অনন্ত জলিল। তবে আকস্মিক সিনেমাটির পরিচালক মোর্তজা অতাশ জমজম দাবি করেছেন, এ সিনেমাটি নির্মিত হয়েছে মাত্র ৪ কোটি টাকায়। এরপরই বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা সমালোচনা শুরু হয়। পরিচালকের সেই দাবি উড়িয়ে দিয়ে অনন্ত জলিল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি ভিডিও বার্তা দিয়েছেন।

সেই ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করে অনন্ত বলেন, তিনি যদি চাইতেন তাহলে এই কথাগুলো আরও আগেই বলতে পারতেন। তবে তিনি মাঝের ক’দিন অপেক্ষা করেছেন তার ভক্ত ও মিডিয়ার আচরণ দেখার জন্য। যা দেখে তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।

মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সত্যতা যাচাই না করে কেমন করে সিনেমাটিকে চার কোটি টাকার বলে হাজার হাজার নিউজ করলেন আপনারা। আপনাদের যাচাইয়ের সময় নাই? অনন্ত জলিল মানেই আলোচনা-সমালোচনার কম্পিটিশন লেগে যায়।

অনন্ত জলিল প্রায়ই দাবি করেন, তিনি বিপদে আপদে বহু মানুষ ও সংগঠনকে সাহায্য করেছেন। লিখিত বক্তব্যে তাদের প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এই নায়ক। তিনি বলেন, যে কোনও দুর্যোগ হলে অনন্ত ঝাঁপিয়ে পড়ে। কারও বিপদ হলে অনন্ত ছুটে যায়। মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। আমার ফ্যান ক্লাব হয়েছে। কদিন আগেও তাদের ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ দিয়েছি বন্যার জন্য। ঢাবিতে বন্যার্তদের জন্য পাঁচ লাখ দিলাম। করোনার সময় আমি বস্তিতে বস্তিতে ঘুরেছি। আমার ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে সাহায্য দিয়েছে। জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিজের জীবনের মায়া করিনি। এই সময়ে এসে দেখলাম, তারা আমার জন্য আন্দোলন করে কি না। না, কেউ আমার হয়ে দাঁড়ায়নি। মানে আমি এতোদিন যা করেছি ভুল করেছি। মানুষের পাশে দাঁড়ানো ভুল ছিলো।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত বলেন, আপনারা আমাকে বদলে দিয়েছেন। আমার চোখ খুলে দিয়েছেন। অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন। এখন অন্য সেলিব্রেটির মতো আমিও বদলে গেছি। আমাকে আর আগের মতো আপনারা পাবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।

ভিডিও বার্তায় অনন্ত জলিল ‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণের নানা প্রক্রিয়ার কথা উল্লেখ করে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে বিভেদ তৈরি হবার কথা বলেন।

সিনেমাটি পরিচালনা নিয়ে নাক গলানোর বিষয়টি উল্লেখ করে অনন্ত জলিল বলেন, তিনি কখনও এই সিনেমার শুটিং চলার সময় কখনও কোন ধরনের নির্দেশনা দেননি। এ নিয়ে ইরানি পরিচালকের দাবি উড়িয়ে দেন অনন্ত জলিল। বলেন, আমাকে নিয়ে তার করা অভিযোগের সত্যতা যাচাই বাছাই করা জন্য সবার প্রতি অনুরোধ করছি। একই সঙ্গে ভিডিও বার্তার শেষে অনলাইন পোর্টালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের আগে করণীয় সম্পর্কে উপদেশ দেন নায়ক অনন্ত জলিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ