মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (বৃহস্পতিবার) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সংশোধিত পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন জিডিপি মোট ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা দুই প্রান্তিকে মার্কিন অর্থনীতির দুর্বলতা দেখা দিয়েছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত ভোগ ১.৫ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সংশোধিত দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক পরিসংখ্যানের চূড়ান্ত প্রতিবেদন আগামী ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হবে।
আইএমএফের মতে, যুক্তরাষ্ট্রে ২০২২ সালে মূল্যস্ফীতির হার গড়ে ৬ দশমিক ৬ শতাংশ থাকতে পারে, যা আগামী বছরে পৌঁছানোরও আশঙ্কা রয়েছে। সবশেষ পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, এ বছর যুত্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার বড় জোর ২ দশমিক ৩ শতাংশ হতে পারে, যা তাদের গত বছরের প্রবৃদ্ধির অর্ধেকেরও কম এবং সউদী আরবের তুলনায় অনেক নিচে।
ইউরোপীয় দেশগুলোর অবস্থা তো আরো খারাপ। এনার্জি অ্যাসপেক্টসের এক বিশ্লেষকের মতে, ইউরোপে গভীর জ্বালানি সংকট বেশ কয়েকটি খাড়া অর্থনৈতিক সংকোচনের সূচনা করতে চলেছে। গত বৃহস্পতিবারও ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের বেঞ্চমার্কের দাম বেড়েছে এবং তা বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।