Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাতারের পর পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়ালো সউদী আরবও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ৩:১০ পিএম

পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটাতে দেশটিতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সউদী আরব। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পাকিস্তানে বিনিয়োগের আদেশ জারি করেছেন।

পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির কাছে ফোন করে বিষয়টি জানিয়েছেন সউদী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও। এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন বিলওয়াল নিজেই।

এর আগে, গত বুধবার পাকিস্তানের বিভিন্ন খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার।
স্থানীয় গণমাধ্যমের দাবি, কাতারের কাছে দুটি এলএনজি-চালিত বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি নিউইয়র্কের রুজভেল্ট হোটেল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ৫১ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে ইসলামাবাদ।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সরকারি মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কাতারকে ১০ শতাংশ অংশীদারত্বের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেমনটি সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া হয়েছিল।
পাকিস্তানে কয়েক মাস ধরেই অর্থনৈতিক অস্থিরতা চলছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা দিয়ে মাত্র মাস খানেকের আমদানি খরচ মেটানো সম্ভব।

দক্ষিণ এশিয়ার দেশটিতে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি ক্রমেই বাড়ছে, দুর্বল হয়ে পড়েছে স্থানীয় মুদ্রা এবং গত জুলাই মাসে মূল্যস্ফীতি ২৪ শতাংশ ছাড়িয়েছে।
আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সভায় পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের বেশি অর্থায়ন অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ