Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দু’জন নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৮:৪১ পিএম

খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফুলতলা উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ফুলতলা হাইওয়ে পুলিশের এস আই মো: শাহ আলম জানান, নিহত দু’জন যশোরের দিক থেকে মোটরসাইকেল যোগে আসছিলেন। সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রাড়িপাড়া অতিক্রম করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি তাদের দু’জনের শরীরের ওপর দিয়ে উঠে যায়। মোটরসাইকেল চালক ও আরোহীর মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ