বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চার বছরের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষর্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়।
এসময় ৫ শিক্ষার্থীর একটি দল জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানায় শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াসিন আরাফাত হৃদয়, মনির হোসেন, জয়দেব নাথ, জাহিদুল ইসলাম শরীফ, ইয়াছিন কবির চয়ন ও নুসরাত জাহান নাবা। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলন, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি চার বছরের কোর্সকে ৩ বছর করবেন বলে মন্তব্য করেছেন। তার মন্তব্য অগ্রহণযোগ্য। কারণ স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবে না। প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করা সম্ভব হবে না। এতে চাকরি ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।