Inqilab Logo

সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

রাজধানীতে রিক্সাচালকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১০:৪৭ এএম | আপডেট : ১১:৩৯ এএম, ৮ জুলাই, ২০১৯

রাজধানীর প্রধান কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় মুগদা বিশ্বরোড এলাকায় বিক্ষোভ করছেন রিক্সাচালক ও মালিকেরা।

সোমবার সকাল থেকেই মুগদা-মানিকনগর বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।


বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ডিউটি অফিসার জানান, মুগদা থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তায় রিকশাচালক ও মালিকরা অবস্থান নিয়েছেন। তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে সকাল থেকেই রিকশাচালক ও মালিকদের বিক্ষোভের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রোডে চলাচলকারী সাধারণ মানুষদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে রিক্সাচালকদের সড়ক অবরোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ