Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় বংশোদ্ভূতদের রেকর্ড নিয়োগ বাইডেন প্রশাসনে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৪:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০ তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের আমলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের দেশটির প্রশাসনে নিয়োগ দেওয়া শুরু হয়। সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ৮০ জনেরও বেশি ভারতীয় মার্কিন নাগরিককে নিযুক্ত করেছিলেন। আর, ট্রাম্পের পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা তার একটানা আট বছরের শাসনামলে ৬০ জনেরও বেশি ভারতীয়-আমেরিকানকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন। -ইন্ডিয়ান এক্সপ্রেস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিক দিয়ে ভেঙে দিয়েছেন, তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড। এখনও পর্যন্ত ১৩০ জনেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বাইডেন। অতীতে এত বিপুল সংখ্যক ভারতীয় কখনও মার্কিন প্রশাসনে নিযুক্ত হন নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ ভারতীয়। এসব নিয়োগের মাধ্যমে বাইডেন কার্যত ভারতীয় বংশোদ্ভূত সেসব মার্কিন নাগরিকদেরই স্বীকৃতি দিয়েছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেন ভারতীয় মার্কিন নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে তিনি তাদের নিজের প্রশাসনে আরও বেশি সংখ্যায় নিয়োগ করবেন।

এই নিয়োগের মাধ্যমে বাইডেন মূলত সেই প্রতিশ্রুতিই পূরণ করেছেন। তিনি তার প্রশাসনের প্রায় সমস্ত বিভাগে এবং সংস্থায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের নিয়োগ করেছেন। উল্লেখ্য, ইতিমধ্যে ৪০ জনেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিভিন্ন রাজ্যে নির্বাচিত হয়েছেন। চার জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেদেশের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের অধীনস্ত ২০টিরও বেশি সংস্থা এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংস্থাগুলোর অন্যতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ