মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছেলে ও মেয়ে সন্তানের জন্মহারের ব্যবধান কমেছে ভারতে। এ সংক্রান্ত একটি পরিসংখ্যানের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ২০১১ সালে প্রতি ১০০ জন মেয়ের অনুপাতে ১১১ জন ছেলে জন্মেছিল। সেখানে ২০১৯-২১ সালে প্রতি ১০০ জন মেয়ের অনুপাতে ১০৮ জন ছেলের জন্ম হয়েছে।
সারা বিশ্বে, প্রতি ১০০টি মেয়ে শিশুর অনুপাতে আনুমানিক ১০৫টি ছেলে শিশু জন্মায়। ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে ভারতেও এই অনুপাতই ছিল। তবে যখন থেকে জন্মের আগে শিশুর শিশুর লিঙ্গ পরীক্ষা চালু হয়, তখন থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে।
১৯৭০-এর দশকে ভারতে ছেলে মেয়ের লিঙ্গ অনুপাত ১০৫:১০০ ছিল। যা সারা বিশ্বের গড়ের সমতুল্য। কিন্তু ১৯৮০-এর দশকের গোড়ার দিকে এটি ১০৮:১০০-তে পৌঁছে যায়। এবং ১৯৯০-এর দশকে তা পৌঁছে যায় ১১০:১০০-তে।
ভারতের ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, প্রতি ১০০ মেয়ের অনুপাতে ১১১টি ছেলে শিশুর জন্ম হয়। এ পরিস্থিতিকে লিঙ্গ-ভারসাম্যের জন্য সংকটজনক বলে মনে করা হচ্ছিল। কিন্তু অবস্থার এবার উন্নতি হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০০-২০১৯ সালের মধ্যে, ৯ কোটি মেয়ে শিশুর জন্ম হয়নি গর্ভপাতের কারণে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।