Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে তুরস্ক: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৬:৪৫ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার বলেছেন, তার দেশ ফিলিস্তিনের সাথে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখবে এবং ইসরাইলের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ফিলিস্তিনের প্রতি তার সমর্থনকে দুর্বল করবে না।

এদিন রাজধানী আঙ্কারায় সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেছেন, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন হ্রাস করবে না। বরং এর বিপরীত হবে। আমাদের সাথে ফিলিস্তিনি ভাইরাও একমত যে, এ পদক্ষেপগুলো ফিলিস্তিনি সমস্যার সমাধানে অবদান রাখবে এবং ফিলিস্তিনি জনগণের অবস্থার উন্নতি করবে।’

আব্বাস তুরস্ক এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক নিয়ে সরাসরি মন্তব্য করেননি, তবে ফিলিস্তিনিদের প্রতি ‘অটল’ সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন। ‘আমরা আমাদের বৈধ অধিকার, সংগ্রাম এবং স্বাধীনতার জন্য তাদের সমর্থন সম্পর্কে সচেতন,’ আব্বাস বলেছেন, ‘আমরা জানি যে তুরস্ক এবং তার প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে প্রতিটি ক্ষেত্রে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সমর্থন করে।’

গত সপ্তাহে, ইসরাইল এবং তুরস্ক ঘোষণা করেছে যে, তারা দুই দেশের মধ্যে পুনর্মিলনের মাসগুলিতে সর্বশেষ পদক্ষেপে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে। এরপর গত ২২ আগস্ট আব্বাস তিন দিনের সফরে তুরস্কে পৌঁছান। সূত্র: এপি।



 

Show all comments
  • zaid ২৪ আগস্ট, ২০২২, ৮:৪০ পিএম says : 0
    Mr. Abbas needs to talk with Hamas.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ