Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি : নিহত ১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১:১৩ পিএম

রাঙ্গামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে রাঙ্গামাটির লংগদুর দুর্গম কাট্টলী এলাকায় দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে শ্যামল চাকমা নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, লংগদুর ছোট কাট্টলীতে ইউপিডিএফের সদস্যরা অবস্থানকালে জেএসএসের সদস্যরা অতর্কিত হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের একজন কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনার জন্য সন্তু লারমাকে দায়ী করে তিনি বলেন, সন্তু লারমা ভাতৃঘাতী সংঘাতকে উসকে দিচ্ছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, গতকাল রাতে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে কেউ নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ