প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ই-পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে আবেদন করেও নিজের ই-পাসপোর্ট না পাওয়ার কথা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (২৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসিফের পক্ষে তার আইনজীবী এম আনিসুজ্জামান একটি রিট আবেদন করেন। তাতে তাকে ই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, এই রুল চাওয়া হয়েছে।
আইনজীবী আনিসুজ্জামান বলেন, “গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ আকবর। কিন্তু এখনও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। তাই এই রিট করা হয়েছে।”
জানা গেছে, রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আরও বলা হয়েছে, আসিফ আকবর দেশের ও দেশের বাইরের শ্রোতাদের কাছে জনপ্রিয় কণ্ঠশিল্পী। পাসপোর্ট না থাকার কারণে তিনি দেশের বাইরে কোনও অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।