মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চাপের মুখে ইসরাইল গতকাল (সোমবার) প্রথমবারের মত ফিলিস্তিনিদের জন্য র্যামন আন্তর্জাতিক বিমানবন্দর উন্মুক্ত করেছে। ফলে ৪০ জন ফিলিস্তিনি এদিন এই বিমানবন্দর থেকে সাইপ্রাস গিয়েছেন।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারের ভূখণ্ড কার্যক্রম সমন্বয় কার্যালয় এদিন এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিরা প্রথমবারের মত র্যামন বিমানবন্দর থেকে সাইপ্রাস-গামী আন্তর্জাতিক ফ্লাইটে উঠেছে। ইসরাইল আরও বেশি ফিলিস্তিনিদের এই বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেয়ার চেষ্টা করছে।
ফিলিস্তিনের যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি তথ্য-মাধ্যমকে বলেছেন, ইসরাইল কখনোই ফিলিস্তিন সরকারের সঙ্গে র্যামন বিমানবন্দর খোলার বিষয়ে আলোচনা ও যোগাযোগ করেনি। ইসরাইল শুধু অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে চায়। তা ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও বিমানবন্দর তৈরির অধিকারের লঙ্ঘন।
উল্লেখ্য, র্যামন হচ্ছে ইসরাইলে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।