Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশি বাধায় পণ্ড গণসংহতির বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৪:২০ পিএম

 চা শ্রমিকদের দাবি মেনে নেওয়া, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। সচিবালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ জিরো পয়েন্টে গিয়ে পুলিশি বাধায় পড়ে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে যান গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। জিরো পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়লে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে মিছিল শেষ করেন।

এ সময় বাধার মুখে গণসংহতির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুয়েল হোসেন, আরমানুল হক ও সৌরভ আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমানে আমাদের মাথাপিছু আয় কত তা চা শ্রমিকরা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছেন। ন্যায্য মজুরির দাবিতে তারা অনেকদিন ধরে আন্দোলন করে আসছেন। অথচ সরকার তাদের দাবির ব্যাপারে উদাসীন। তারা তো রাষ্ট্র দখল করতে আসেনি। তাদের আন্দোলনে এখানে কোনো রাজনৈতিক পক্ষও প্রবেশ করেনি। তাহলে তাদের এই ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না।

সাকি বলেন, শুধু চা শ্রমিক নয়, গার্মেন্টস শ্রমিকদের মজুরি সমন্বয় হয়নি এখনো। প্রবাসী, গার্মেন্ট শ্রমিকরা ডলার আনেন বিদেশ থেকে। আর আমাদের লুটপাটের দল সেই ডলার বিদেশে নিজের অ্যাকাউন্ট ভর্তি করে।

তিনি বলেন, ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে যখনই মানুষ রাস্তায় নামে তখনি ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা চালানো হয়। গুম, খুন করা হয়। সারাদেশে বর্তমানে মানুষের ন্যায্য অধিকারের আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে।

আওয়ামী লীগকে উদ্দেশ করে সাকী বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা নির্দিষ্ট শ্রেণির কাছে ভালো সাজতে চাইছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা তাদেরকে রাজাকার পাকিস্তানি ট্যাগ লাগিয়ে হেনস্তা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ