Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধে ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৯:৪৬ এএম

ইউক্রেনে ছয় মাস ধরে রাশিয়ার চালানো সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালিরি জালুঝানি বলেন, রাশিয়ার আগ্রাসনে প্রায় নয় হাজার ইউক্রেনীয় বীর সেনা প্রাণ হারিয়েছেন। তাদের সন্তানদের পরিচর্যার প্রয়োজন। যুদ্ধে রাশিয়ার কতজন সৈন্য নিহত হয়েছেন তা জানা যায়নি।

তবে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়া ৭০ হাজার থেকে ৮০ হাজার সৈন্য হারিয়েছে। তারা হয় নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন।

প্রতিবেশী দেশ ইউক্রেনের ন্যাটোতে যোগদান ঠেকাতে ২৪ শে ফেব্রুয়ারি এই সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছিলেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো তার দেশের দোরগোড়ায় চলে আসবে এটি তিনি গ্রহণ করবেন না। যদিও পশ্চিমা শক্তিগুলো বলে আসছিল পুতিন আসলে ইউক্রেন দখল করে তার সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চান। আর এই পাল্টাপাল্টি খেলায় অস্থির হয়ে ওঠে বিশ্ব।

যুদ্ধ শুরুর ৬ মাসে রাশিয়া এবং ইউক্রেনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

জাতিসংঘের দেওয়া তথ্যে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ হাজার ৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭ হাজার ৮৯০ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ