Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার তেল আমদানি দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৬:৪৭ পিএম

চলতি বছর রাশিয়া থেকে তেল আমদানি দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক। সোমবার আর্থিক বাজারের পেশাজীবীদের তথ্য প্রদানকারী ওয়েবসাইট রিফাইনিটিভ এইকন এর তথ্যে এমনটি দেখা গেছে। মস্কোর বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও তুরস্ক বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে নজর দিয়েছে। বিশেষ করে জ্বালানি বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর দিকেই তাদের মনোযোগ।

এই বসন্তের পর থেকে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। কারণ তুর্কি কোম্পানিগুলোকে রাশিয়ার প্রতিপক্ষের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞার কবলে পড়েনি। এই বছরের শুরুতে ইউক্রেন আক্রমণের পরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বাণিজ্য ছেড়ে দেয়ায় তৈরি হওয়া শূণ্যতা পূরণে পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে আসছে রাশিয়া।

রিফাইনিটিভ এইকন এর তথ্য বলছে, এই বছর এখন পর্যন্ত রাশিয়া থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল তেল আমদানি করেছে তুরস্ক। গত বছর একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল প্রতিদিন ৯৮ হাজার ব্যারেল। তথ্য অনুসারে, তুরস্কের টুপ্রাস শোধনাগারগুলো এই বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে রাশিয়া থেকে প্রতিদিন প্রায় ১ লাখ ১১ হাজার ব্যারেল তেল কিনবে যা গত বছরের একই সময়ে ছিল দৈনিক মাত্র ৪৫ হাজার ব্যারেল।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তুরস্ক। তাদের দাবি আঙ্কারা রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। আগস্টের শুরুতে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ওই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে সম্মত হন তারা। সূত্র: আসরাক আল-আওসাত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ