মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (রোববার) সিরিয়ার বার্তা সংস্থা জানায়, এদিন মার্কিন সামরিক বাহিনী আবারও উত্তর-পূর্ব সিরিয়া থেকে চুরি করা তেল ইরাকে পাচার করেছে।
বার্তা সংস্থা স্থানীয় একজন ওয়াকিবহাল ব্যক্তির কথার উদ্ধৃতি দিয়ে জানায়, এদিন সিরিয়া থেকে চুরি করা তেল ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে পাচার করতে মার্কিন সেনাবাহিনী ১৩৭টি তেল ট্যাংকারের একটি কনভয় ব্যবহার করেছিল।
বর্তমানে উত্তর-পূর্ব সিরিয়ার অনেক অংশ ‘সিরিয়ান ডেমোক্রেটিক আর্মি’র নিয়ন্ত্রণে রয়েছে। ‘সিরিয়ান ডেমোক্রেটিক আর্মি’ প্রধানত সিরিয়ার কুর্দি সশস্ত্র ‘পিপলস প্রোটেকশন ফোর্স’-এর নেতৃত্বে এবং চরমপন্থি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সমর্থিত বাহিনী।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া সরকার বারবার মার্কিন সামরিক বাহিনীকে উত্তর-পূর্ব সিরিয়ায় তেল চুরি ও পাচারের জন্য অভিযুক্ত করে আসছে। সূত্র: জিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।