মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিফার দাবি মেনে ভারতীয় ফুটবলের প্রশাসক কমিটি বাতিল করল সুপ্রিম কোর্ট। সাথে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হল ফেডারেশনের নির্বাচন। আদালতের এই রায়ের ফলে ফিফার নির্বাসন উঠে যেতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ এনে ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করে ফিফা। যা নিয়ে নড়েচড়ে বসে ফুটবল ফেডারেশন। এবার সেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরুদ্ধে রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার ভারতের শীর্ষ আদালত সিওএ’র (কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর) প্যানেল বাতিল করে দিয়েছে। এর পাশাপাশি নির্বাচন নিয়েও নতুন নিয়ম জারি করল আদালত। নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।
আপাতত সুনন্দ ধরের কমিটি ফেডারেশনের দায়িত্ব পালন করবে। নির্বাচনের পর নতুন করে কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবেন ২৩ জন সদস্য। ১ জন সভাপতি, ৪ জন সহ সভাপতি ও ১ জন কোষাধক্ষ্য থাকবেন। ১১ জনের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হবে। এছাড়াও ৬ জন প্রাক্তন ফুটবলার থাকবেন, যার মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা ফুটবলার থাকবেন। ১৭ জনকে নির্বাচিত হয়ে কমিটিতে অন্তর্ভুক্ত হতে হবে। বাকি ৬ জনকে মনোনীত করা হবে।
উলেখ্য, নির্বাসনের আগে সিওএ’র তরফে নির্বাচনী খসড়া পেশ করা হয়। তাতে বলা হয় প্রাক্তন ফুটবলারদেরও ভোটদানের অধিকার থাকবে। কিন্তু এদিন সেই খসড়াও বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর ভারতীয় ফুটবল কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে। ফিফা যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে এআইএফএফ-কে নির্বাসিত করেছিল, তার আর অস্তিত্ব থাকল না। ফিফা যদি নির্বাসন তুলে নেয় তাহলে অনুর্দ্ধ-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারবে ভারত। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।