Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ত্রিপুরা সীমান্তে তীব্র বন্দুক-লড়াইয়ে বিএসএফ জওয়ান নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:৩২ পিএম

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাছে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুক-লড়াইয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছে। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় আনন্দবাজার পুলিশ স্টেশনের আওতাধীন আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় আনন্দবাজার পুলিশ স্টেশনের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তের কাছে ত্রিপুরা-মিজোরাম আন্তঃসীমান্তের প্রত্যন্ত এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ওই ভারতীয় জওয়ান গুলিতে আহত হয়ে পরে মারা যায়। এই জওয়ান বিএসএফের ১৩৫ ব্যাটেলিয়নের অধীনে আনন্দবাজার থানার সিমানাপুরে মোতায়েন ছিল।
পুলিশের পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) সন্দেহভাজন সদস্যদের ছোড়া চারটি গুলি ওই জওয়ানের দেহে বিদ্ধ হয়।
এর আগে গত বছর ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের কাছে এনএলএফটির বিচ্ছিন্নতাবাদীদের চোরাগোপ্তা হামলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) টহল দলের দুই জওয়ান নিহত হয়েছিল। সূত্র : আনন্দবাজার



 

Show all comments
  • jack ali ২১ আগস্ট, ২০২২, ৫:১৯ পিএম says : 0
    খুব সুন্দর খবর! আল্লাহ BSF ARপরে আরো গজব দাও ধ্বংস করে দাও. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ