Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনি-রাজের ছেলেকে দেখে এলেন রিয়াজ-নিপুণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১১:৪৪ এএম

তারকা দম্পতি রাজ-পরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তারা। এদিকে রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান আরেক তারকা দম্পতি রিয়াজ-তিনা। এছাড়া নিপুণ ও জেসমিনও গিয়েছেন পরীমনির বাসায়। তারা নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

ভিডিওতে দেখা যায়, রাজ্যকে কোলে নিয়ে ফোনে কথা বলছেন পরীমণি। রাজ এসে রাজ্যকে কোলে তুলে নিয়ে পরীর নানার পাশে গিয়ে বসেন। তাদের সামনে সোফায় বসেছিলেন রিয়াজ, তার স্ত্রী-কন্যা, নিপুণ ও জেসমিন। এরপর রাজ তাদের সবাইকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন।

গত ১০ আগস্ট সন্তানের জন্ম দেন পরীমনি। চিকিৎসকের পরামর্শে টানা পাঁচ দিন হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। গত ১৫ আগস্ট বিকেলে তাদের বাসায় নেওয়া হয়েছে। ১৭ আগস্ট দুটি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেছেন এই দম্পতি।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।



 

Show all comments
  • লাজু আহম্মেদ ২১ আগস্ট, ২০২২, ১:৫৪ পিএম says : 0
    পরিমনি এদেশের কি এমন ব্যাক্তি যাকে দেখার জন্য কে কোথায় কখন গেছে তা খবর দেয়া লাগে পারলে ভাল কিছু দেখান বা খবর দেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ