Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ খাদ্যশস্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৯:২৬ এএম | আপডেট : ৯:৫৮ এএম, ২১ আগস্ট, ২০২২

রাশিয়ার উৎপাদিত খাদ্য ও সার বিশ্ববাজারে পৌঁছাতে বাধা দূর করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে জাতিসংঘ। শনিবার (২০ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।
তিনি বলেন, রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য ও সারের অবাধ রপ্তানি দেখতে চায় জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব বলেন, ২০২২ সালে পর্যাপ্ত সার না পাওয়া গেলে ২০২৩ সালে পর্যাপ্ত খাবার নাও পাওয়া যাবে না। তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে আরও বেশি খাদ্য ও সার পাওয়া খাদ্যপণ্যের বাজারের অস্থিরতা কমে আসবে।
গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ঘটনায় প্রথমবারের মতো ইউক্রেনীয় শস্য রপ্তানি বাধাগ্রস্ত হয়। শস্য রপ্তানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তিতে উপনীত হয় ইউক্রেন।
তুরস্ক জানিয়েছে, ওই চুক্তির আওতায় ইতিমধ্যেই ২৭টি জাহাজে ৬ লাখ ৫০ হাজার টনেরও বেশি শস্য ও অন্যান্য খাদ্য ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর ছেড়ে গেছে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ