বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর পৌর এলাকার মীরপাড়া দারুস সালাম জামে মসজিদের পেছনের পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্শেন মাস্টার আক্তার হামিদ খান ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ৮ টার দিকে শহরের মীরপাড়া মসজিদের পেছনের পুকুরে এক নারী গোসল করতে নেমে আর উঠেনি। এমন সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে কেউ সঠিক ঘটনা বলতে না পারায় ফিরে আসতে হয়। পরে রাতে রাজশাহী ফাযার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ জানালে তারা শুক্রবার সকালে এসে ঘাটের পাশ থেকে মৃতদেহ টি উদ্ধার করে। পরে মৃতদেহটি সদর থানায় হস্তান্তর করা হয়। তবে মৃতদেহটির পরিচয় কেউ জানাতে পারেনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বৃদ্ধার মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। তোই সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে ঐ বৃদ্ধা কিভাবে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।