Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলিশের খোঁজে বঙ্গোপসাগরে গিয়ে ডুবে গেছে ১৮ ভারতীয় জেলে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ৩:৩৭ পিএম

বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়ে শুক্রবার নিখোঁজ হয়ে গেছে একটি ট্রলার ও তাতে থাকা ১৮ জন ভারতীয় জেলে। এই মৎসজীবীরা সবাই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও নামখানা এলাকার।

গত ১৬ আগস্ট ইলিশের খোঁজে কাকদ্বীপ মৎসবন্দর থেকে গভীর সাগরের উদ্দেশে রওনা হয়েছিল এফবি সত্যনারায়ণ নামের সেই ট্রলারটি। তার পর থেকে এখন পর্যন্ত ট্রলার ও জেলেদের কোনো খোঁজ মেলেনি।

কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি সূত্র পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দ বাজারকে জানিয়েছে, আবহাওয়া সতর্কবার্তা পাওয়ার পর ফেরার সময় সুন্দরবনের ভারতীয় অংশে ব্যাঘ্রপ্রকল্পের আওতাধীন কেঁদো দ্বীপের কাছে ডুবো চরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে গেছে।
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘গত ১৬ অগস্ট ট্রলারটি মৎসবন্দর ত্যাগ করে। তারপর সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে মাছধরা সব ট্রলারকে ১৭ তারিখের মধ্যে বন্দরে ফিরে আসতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এই সতর্কবার্তার কিছু সময় পরই কেঁদো দ্বীপের অদূরে ট্রলারটি দুর্ঘটনায় পড়ে বলে আমরা জানতে পারি।’

‘১৭ তারিখের মধ্যে সব ট্রলারকে সমুদ্রতীরের কাছে চলে আসার বার্তা দেওয়ার পরেও ওই ট্রলারটি কেন তা করল না, তা খতিয়ে দেখা প্রয়োজন,’ আনন্দ বাজারকে বলেন বিজন।

শুক্রবার দুপুর পর্যন্ত উপকূলরক্ষী বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করে বিজয় মাইতি বলেন, যে সময় এফবি সত্যনারায়ণ ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে ছিল, সে সময় জঙ্গলঘেরা সেই দ্বীপে আশ্রয় নিয়েছিল আরও কয়েকটি মাছ ধরা ট্রলার। সেসব ট্রলারের মৎসজীবীরাই গত প্রায় তিন দিন ধরে নিখোঁজদের সন্ধান করছেন। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ