মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের গুজরাটের আলোচিত বিলকিস বানু ধর্ষণ মামলায় ছাড়া পাওয়া ১১ জনই ‘ব্রাহ্মণ’ এবং তাঁরা ‘ভালো আচরণের’ এবং তাদের ব্যবহার ভালো। গুজরাটের গোধরা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক সিকে রাউলজি এই মন্তব্য করেছেন। ওই ১১ জনের মুক্তির প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে সিকে রাউলজি এই মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি নেতা সিকে রাউলজি গুজরাট সরকার গঠিত সেই প্যানেলের সদস্য যে প্যানেল সর্বসম্মতভাবে ওই ১১ জনের মুক্তির সুপারিশ করেছিল। সাজাপ্রাপ্ত ওই ১১ জনের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টের কাছে সাজা মওকুফের আরজি জানানো হয়। পরে তা গুজরাট সরকারের কাছে পাঠানো হলে সরকার একটি প্যানেল গঠন করে।
ওই ১১ জন ধর্ষককে ব্রাহ্মণ উল্লেখ করে সিকে রাউলজি বলেন, ‘আমি জানি না, তাঁরা আদৌ কোনো অপরাধ করেছেন কি করেননি। তবে অপরাধ করা ইচ্ছা তো থাকতে হবে। তাঁরা সবাই ব্রাহ্মণ এবং তাঁরা তাদের এলাকায় উত্তম আচরণের সুপরিচিত ছিল। হতে পারে কেউ কোনো অসদুদ্দেশ্যেই তাদের শাস্তি দিতেই এমনটা করেছে।’ এ সময় সিকে রাউলজি আরও বলেন, ‘তাঁরা জেলে থাকাকালীন উত্তম আচরণই করেছেন।’
২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় নিজ প্রতিবেশীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস বানু। তাঁকে ধর্ষণের পাশাপাশি তাঁর ৩ বছরের কন্যা সালেহাকে মাথা গুঁড়িয়ে হত্যা করা হয়। সম্প্রতি গুজরাট সরকার ওই সাজাপ্রাপ্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেয়। যখন ওই ১১ জন জেল থেকে বের হয়ে আসেন তখন তাদের ফুলের মালা ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে, গুজরাট প্রশাসনে জ্যেষ্ঠ আমলা রাজ কুমার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, ‘ওই ১১ জনের আবেদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে কারণ তাঁরা এরই মধ্যে ১৪ বছর সাজা খেটেছেন। ভারতে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড বলতে ১৪ বছরই বোঝানো হয়।’ সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।