নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইসলামিক সলিডারিটি গেমসের (আইএসজি) পঞ্চম আসরে আরচ্যারির হাত ধরেই মিললো বাংলাদেশের পদকের দেখা। ইংল্যান্ডের বার্মিংহামে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমস ও তুরস্কের কোনিয়ায় চলমান আইএসজি’র অষ্টম দিন পর্যন্ত পদকখরায় ভুগছিল লাল-সবুজরা। আইএসজি’র নবম দিনে এসে সেই খরা কাটালেন বাংলাদেশের আরচ্যাররা। বুধবার তুরস্কের কোনিয়া থেকে এলো সুখবর-একদিনে তিনটি পদক জিতেছে বাংলাদেশ আরচ্যারি দল। সলিডারিটি গেমসের আরচ্যারি ডিসিপ্লিনের কম্পাউন্ড নারী দলগতে রুপা এবং রিকার্ভ পুরুষ ও নারী দলগতে ব্রোঞ্জপদক জিতে নেন বাংলাদেশের শ্যামলী রায়- রামান সানারা।
কম্পাউন্ড নারী দলগতে অন্য কোন দেশ অংশ না নেওয়ায় সরাসরি ফাইনালে উঠে স্বাগতিক তুরস্ক ও বাংলাদেশ। তিনজন করে আরচ্যার না থাকায় এই ইভেন্টে খেলতে পারেনি অনেক দেশই। ফাইনালে উঠলেও সোনালী হাসি হাসতে পারেননি লাল-সবুজের শ্যমলী রায়,রোকসানা আক্তার ও পুস্পিতা জামানরা। স্বাগতিকদের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সউদী আরবকে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জের লড়াইয়ে সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্টে (৫৪-৫০, ৫৩-৫০, ৫৬-৫১) হারান রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলামরা। এই ইভেন্টে ইরানকে ৫-১ সেট পয়েন্টে হারানোর পর সেমিফাইনালে গিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। সেমিতে ইন্দোনেশিয়া ৬-২ সেট পয়েন্টে বাংলাদেশকে হারালে ব্রোঞ্জের লড়াইয়ে সউদী আরবের মুখোমুখি হতে হয় রোমান সানাদের।
এদিকে রিকার্ভ নারী দলগত বিভাগেও ব্রোঞ্জ এসেছে বাংলাদেশের। দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তারের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল ৬-২ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতে নেয়। শুরুর দুই সেট ৫২-৪৮, ৫২-৫১ পয়েন্টে জিতে ম্যাচে চালকের আসনে বসলেও তৃতীয় সেটে বাংলাদেশ ৫৩-৪৫ পয়েন্টে হেরে যায়। তবে চতুর্থ সেটে জমজমাট লড়াইয়ের পর দিয়া, নাসরিন, বিউটি জয় পান ৪৭-৪৬ ব্যবধানে। বাংলাদেশ এই ইভেন্টে ফাইনাল খেলতে পারতো। কিন্তু সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ইন্দোনেশিয়ার কাছে ৫-৪ ব্যবধানে হেরে যায় লাল-সবুজের মেয়েরা। এর আগে রোমান সানা ও দিয়া সিদ্দিকী রিকার্ভ একক ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।