Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুর্ঘটনারোধে পদক্ষেপ নিন

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গত ৩০ আগস্ট (বুধবার) বিকেল আড়াইটার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস আনিকা এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে আটগ্রাম বাসস্টেশন মেইন পয়েন্টের দুইটি মুদি দোকানে গিয়ে আঘাত করে। এতে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী নিহত হয়, আরেকজন শিক্ষার্থী সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বেপরোয়া ড্রাইভিং এবং অদক্ষ চালকের কারণে এরকম ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এরকম ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে! আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং জনসাধারণের নিরাপত্তার জন্য স্পিড ব্রেকার, ট্রাফিক পুলিশ, গোল চত্বর, দিক নিদের্শিকা চিহ্ন বসানো, ভাঙ্গা রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুর্ঘটনারোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. আবীর আল নাহিয়ান
আটগ্রাম, জকিগঞ্জ, সিলেট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনারোধে পদক্ষেপ নিন

১৯ সেপ্টেম্বর, ২০২২
আরও পড়ুন