Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে বাংলাদেশ তায়কোয়ান্দো দলের ৬ পদক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রথম মাউন্ড এভারেস্ট আন্তর্জাতিক ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণসহ ৬টি পদক জিতেছেন বাংলাদেশের তায়কোয়ান্দোকারা। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের পোখরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৯-১২ বছর ক্যাটাগরির দ্বৈতে জাফরিন রহমান অরোরা ও আরিব জিয়া স্বর্ণ, ৩০-৪০ বয়সী দ্বৈত ইভেন্টে উজ্জ্বল কুমার দেব ও রুমকি সিদ্দিকা ও ৯-১২ বয়সী দলীয় ইভেন্টে ফাথিয়া তাইয়েবাহ, জাফরীন রহমান ও সানভি হোসেন দুটি রুপা এবং ১৪-১৮ বয়সী দলীয় ইভেন্টে ইপ্সিতা কুন্ডু, আরিতা খন্দকার ও তাসনিয়া ইফফাত হ্লো এবং ১২-১৪ বয়সী একক ইভেন্টে শাহামাত সায়ফান আহনাফ ও নাফিসা রুম্মান ব্রোঞ্জপদক জেতেন। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার নেতৃত্বে সফল হয়ে গতকাল দেশে ফিরেছে দলটি। প্রতিযোগিতয় ১৪ দেশের ১২০০ তায়কোয়ান্দোকা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপালে বাংলাদেশ তায়কোয়ান্দো দলের ৬ পদক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ