গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানীতে ট্রাকের ধাক্কায় জামিল আহমেদ শুভ নিহত হয়েছেন। তিনি ফেসবুকভিত্তিক বাইক রিভিউ পেজ বাইকবিডির হোস্ট। সোমবার (১৬ আগস্ট) রাতে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানা জানায়, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে শুভর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক মোটরসাইকেলটিকে আবার ধাক্কা দিলে শুভ রাস্তায় ছিটকে পড়ে। এত ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুর রহমান বলেন, ট্রাক ও চালককে খোঁজা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘটনার তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।