Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরায় গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:৩৮ পিএম | আপডেট : ৮:৫০ পিএম, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও  ১জন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।


সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এবিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন ইনকিলাবকে বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে করে প্রাইভেটকারে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন সন্ধ্য়ায় মারা যান।

দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের দেখা দিয়েছে।

 



 

Show all comments
  • Akkas Ahmed ১৫ আগস্ট, ২০২২, ৬:০২ পিএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উদাসীনতা ও দুর্নীতি এই দুই মিলে আমাদের দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে এই চোরেরা। এটা দূর্ঘটনা নয় এটা হত্যা।এটার বিচার হোওয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ