Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকালে মিলাদ ও দোয়ায় মাহফিল

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ফাউন্ডেশনের গভর্নর, উস্তাজুল উলামা, আল্লামা জালালুদ্দিন আল কাদেরী (রহঃ)-এর ইন্তেকালে চাঁদপুর জেলার মতলব থানার নওগাঁও রাশেদিয়া ফাযিল মাদরাসায় খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ জমিয়াতুল মোদার্রেছীন-এর চাঁদপুর জেলা সহ-সভাপতি ও মতলব উপজেলা সভাপতি আল্লামা মুফতী জাকারিয়া চৌধুরী আল মাদানী। মাহফিলে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ জালাল, প্রভাষক মাওলানা শাহাদাত বিন আলী ও প্রভাষক মাওলানা ইমদাদ হোসাইনসহ সকল শিক্ষক-ছাত্র উপস্থিত ছিলেন। মুনাজাত-পূর্ব বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ বলেন, আল্লামা জালালুদ্দীন আল কাদেরীর (রহঃ) ইন্তেকালে দেশ ও জাতি শোকাহত। তিনি ছিলেন শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ খতীব ও শ্রেষ্ঠতম আলেম। লাখ লাখ আলেম তৈরি করেই তিনি থেমে থাকেননি, জীবনের শেষ প্রান্তে এসেও জাতির ক্লান্তিলগ্নে আহলে সুন্নাত তথা আলেম উলামার ঐক্যের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ মুহাক্কিক আলেমের ইন্তেকালে উলামায়ে কিরাম একজন শ্রেষ্ঠতম অভিভাবক হারালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ