মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করায় ফের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করেছে দিল্লি সরকার। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় প্রশাসন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, বিধিনিষেধ অমান্যকারীকে ৫শ’ রুপি জরিমানা গুণতে হবে। কারণ জনগণের মাঝে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলাসহ করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমেছে।
ভারতে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে- এমন আশঙ্কা স্বাস্থ্যবিদদের। তারা বলছেন, চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ১৫ শতাংশ। যে তালিকায় সবচেয়ে বেশি শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কড়াকড়ি আরোপের পরামর্শ তাদের।
বৃহস্পতিবার দিল্লিতে ২১শ’র বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন করোনায় প্রাণ হারান ৮ জন। গেল এপ্রিলেও কড়াকড়ি আরোপ করেছিল দিল্লি প্রশাসন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।