বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র জেলে পরিবারের ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় সাবেক উপ-সচিব আলহাজ্ব জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া (৬৬) কে বৃহস্পতিবার ৩ দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। জয়নাল আবেদীন উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-সচিব।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, একই ইউনিয়নের চন্দ্র গ্রামের' পরেশ চন্দ্রের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবার দায়েরকৃত মামলায় ইতোমধ্যে জয়নাল আবেদীনকে গ্রেফতার পূর্বক আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। এস আই আরিফুল ইসলাম আরও বলেন রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছেনা।
উল্লেখ্য, পরেশ চন্দ্রের বাড়ির পাশে জয়নাল আবেদীনের মৎস্য খামার দেখা শুনার জন্য পুকুরের পাড়ে টিনসেড ঘর নির্মাণ করেন তিনি। খামারে গেলে জয়নাল আবেদীন প্রায়ই পরেশ চন্দ্রের বাড়িতে আসা যাওয়া করতো। প্রতিবন্ধী কিশোরী জয়নাল আবেদীনকে দাদু বলে ডাকতো। এ সুযোগে বিভিন্ন সময় ওই প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন কাজের ছলে খামারের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতো। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট অনুযায়ি ওই কিশোরী বর্তমানে ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।