Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্সর বোর্ড চলচ্চিত্রের গলায় ফাঁসির মতো - জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১১:০৫ এএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক জয়া আহসান। অভিনয়ে তিনি জয় করেছেন দুই বাংলা। দেশে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, ভারতে পেয়েছেন ফিল্মফেয়ার। সৌন্দর্যেও ছাপিয়ে যান সমসাময়িক সবাইকে। সিনে ব্যস্ততার বাইরে সোশ্যাল মিডিয়ায় থাকে জয়ার সরব উপস্থিতি। প্রায়শই নতুন নতুন ছবি শেয়ার করেন। এবার সোশ্যাল মিডিয়ায় তার মতামত জানালেন সিনেমার সেন্সর নিয়ে। তার মতে সেন্সর যেন চলচ্চিত্রের গলায় ফাঁসির মতো।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের মুক্তি দাবি একটি পোষ্ট দেন। সেখানেই তিনি বলছেন, ‘পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।’

এরপর এই অভিনেত্রী লেখেন, ‘কোন চলচ্চিত্রের কাহিনী কী হবে, তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যেকোনো কিছু। চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা।’

এসময় হলি আর্টিজানের ঘটনা উল্লেখ করে জয়া লেখেন, ‘এই ছবিতে হলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে? আসলেই আছে কি না আমার জানা নেই। যদি থাকেও, তাহলেই বা ছবিটা আটকে দেওয়ার যুক্তি কি? হোলি আর্টিজান ঘটেনি? আমাদের মন থেকে ধুয়েমুছে গেছে?’

এই তারকা আরও লিখেছেন, ‘সত্যি বলতে কী, এই ঘটনা কখনও আমাদের মন থেকে মুছে যেতে পারে না। মুছে যেতে দেওয়া যায়ও না। যে ঘটনার পুনরাবৃত্তি আমরা মোটেও চাই না, আমাদের ছেলেমেয়েদের সামনে থেকে যে পথ চিরকালের জন্য অবরুদ্ধ করে রাখতে চাই, হোলি আর্টিজানের ঘটনা তার জোরালো সতর্কঘণ্টা হিসেবে মন থেকে মনে বাজিয়ে যেতে হবে। ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে আমাদের মনটাকে জাগিয়ে তোলা তো চলচ্চিত্রেরই একটা কাজ।’

সবশেষে জয়া চলচ্চিত্রের মুক্তি চেয়ে লেখেন, ‘আমরা চলচ্চিত্রের মুক্তি চাই, সব শিল্পের মুক্তি চাই। কারণ আমরা মানুষের মুক্তি চাই।’

উল্লেখ্য, ঢাকার গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ছায়া ধরে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন সিনেমাটি। এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, এমন আশঙ্কায় ২০১৯ সালের শুরুর দিকে সেন্সর থেকে সিনেমাটির ছাড়পত্র স্থগিত করা হয়। পরে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করলেও কোনো সুরাহা হয়নি। বেশ কয়েকটি দেশের অভিনয়শিল্পী ‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ