Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ।

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ৫:০১ পিএম | আপডেট : ৫:১৮ পিএম, ১০ আগস্ট, ২০২২

পেট্রল, ডিজেল, অকটেন, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিকে গনবিরোধী বলে এর প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি, পটুয়াখালী জেলা শাখা।

বুধবার পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের সাবেক সহ-সভাপতি মোঃ জাফর উল্লাহ, মোঃ জাকির মাহামুদ সেলিম, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় বক্তারা জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি এসব পন্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে মঙ্গলবার বিকেলে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ