যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
সারা বছরের সামারের জন্য সকল প্রবাসীরা উন্মুখ থাকেন । এই সময়টায় যুক্তরাষ্ট্র প্রবাসীরা মেতে উঠেন পিকনিক পথমেলা পারিবারিক আয়োজনে । যুক্তরাষ্ট্রের সবকটি বাংলাদেশী অধ্যুষিত এলাকার পার্ক গুলো ভরে উঠে পিকনিকের আয়োজনে । সবাই ব্যস্ত হয়ে পড়েন নিজ নিজ জেলা ও উপজেলা এমনকি ইউনিয়ন নিয়ে করা সংগঠনের বাৎসরিক মিলনমেলা বা পিকনিক আয়োজনে । এসময় পিকনিকের পাশাপাশি পথমেলা বা কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে । সবাই পরিবার নিয়ে ঘুরে বেড়ান দেশের এ প্রান্ত থেকে অপরপ্রান্ত ।
নিকটজনের বাসাবাড়িতে গিয়ে একান্তে সময় কাটান ।প্রবাসীরা জানিয়েছেন যে, তারা সারা বছর ব্যস্ত থাকেন। সময় পান না। এমনকি তাদের ছেলে মেয়েরা পড়াশুনায় ব্যস্ত। এজন্য তারা বছরে একটি দিন সময় বের করে নেন যে, যাতে সারাদিন বিনোদনের মধ্যে থাকতে। সেই প্রস্তুতি উপলক্ষে তারা সবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন। প্রযুক্তির উন্নতির হত্তয়ার কারণে তারা যোগাযোগ করেন সবার সঙ্গে। এরপর সবাই পূর্ব নির্ধারিত স্থানে যান।
প্রবাসীরা জানিয়েছেন যে, প্রবাসীরা একস্থানে থাকেন না। তারা দুরে দুরে থাকেন। তারা সবাই পরে একস্থানে আসেন। যারা একস্থানে থাকেন তারা সবাই একটি পরিবহণ ভাড়া করে বা নিজস্ব পরিবহণ ভাড়া করে পিকনিক স্পটে যান। চাঁদা স্ব-স্ব কর্তা ব্যক্তিরা তুলেন। তবে কোন কোন সংগঠন এবং দলের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা অনুদান হিসাবে তুলে থাকেন।
যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানিয়েছেন, এই পিকনিকে তাদের আত্মিক বন্ধন শক্তিশালি হয় এবং একে অপরকে জানার সুযোগ হয়। তারা এই জন্য ধারাবাহিকতা রক্ষা করেন। গেলো দুই বছর করোনার কারণে প্রবাসীরা পিকনিক করতে পারেনি। এতে কারো সঙ্গে কারো দেখা হয়নি। গত দুই বছর যুক্তরাষ্ট্র প্রবাসীরা একে অপরকে খুব ভাল করে মিস করেছেন বলে জানিয়েছেন। এ বছরের বনভোজন গুলোতে এক অপরকে পেয়ে তারা আবেগপ্রবণ হয়েছেন, কেউবা কান্নায় ভেঙ্গে পড়েছেন। তারা এই বনভোজনকে একটি পারিবারিক বন্ধন এ মহতি উদ্যোগ হিসাবে নিয়েছেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।