Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওহায়োতে চার জনকে হত্যা করে পালানো খুনী গ্রেফতার কানসাসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১০:০৬ পিএম

আমেরিকার ওহায়োতে চার জনকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার হলেন অভিযুক্ত। এফবিআই জানিয়েছে, স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে অভিযুক্ত স্টিফেন মার্লোকে গ্রেফতার করা হয়েছে কানসাসের লরেন্সে।

জানা গিয়েছে, শুক্রবার ওহায়োর বাটলার জনপদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোট চার জনকে গুলি করে হত্যা করেন স্টিফেন। তার পর একটি সাদা ‘ফোর্ড এজ’ গাড়িতেই তিনি ওহায়ো ছাড়েন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বেলা ১২টার কিছু পরে বাটলারের একটি জায়গা থেকে গুলি চলার আওয়াজ পাওয়া যায়। তার পরই পুলিশের কাছে পর পর চার জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পৌঁছয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলুদ রঙের টিশার্ট ও হাফ প্যান্ট পরিহিত ওই ব্যক্তি একটি ফোর্ড এজ গাড়ি থেকে নেমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। প্রথম ঘটনায় গুলি লেগে দু’জনের মৃত্যু হয়। তার পর তিনি গাড়ি নিয়ে অন্যত্র চলে যান। সেখানেও একই ভাবে এক জনকে হত্যা করেন। তৃতীয় জায়গায় এসেও এক জনকে হত্যা করেন স্টিফেন। তার পর ফোর্ড এজেই চম্পট দেন।

পুলিশ জানতে পারে, স্টিফেন ওহায়ো ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। খবর দেয়া হয় আশেপাশের প্রদেশের পুলিশকে। শেষ পর্যন্ত কানসাস থেকে পাকড়াও করা হয় স্টিফেনকে। কেন তিনি এই কাণ্ড ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। সূত্র: ইউএসটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ