Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি ধর্মঘট স্থগিত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৬:১৫ পিএম


খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারে আশ্বাসে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ধর্মঘট স্থগিত করেছে ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের নেতারা। আজ রোববার (৭ আগস্ট) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে বৈঠক শেষে এই কর্মসূচি স্থগিত করেন তারা। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ, খুলনা বিভাগীয় জ্বালানী তেল পরিবেশক সমিতি, বিভাগীয় ট্যাংক লরী মালিক সমিতি ও বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জ্বালানী তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, কমিশন বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি উত্তোলন আজ (৭ আগষ্ট) রোববার সকাল থেকে ২৪ ঘন্টার জন্য বন্ধ রেখে ধর্মঘট আহবান করা হয়েছিল। বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২.৭১ টাকা কমিশন দেয়া হয়। অতীতে কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোন ফল হয়নি। উপরোন্ত জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুনে বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। এ পরিস্থিতিতে তারা তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭.৫% হারে প্রদানের দাবিতে ধর্মঘট আহ্বান করেন। জেলা প্রশাসকের আশ্বাসে এ কর্মসূচি তারা স্থগিত করেছেন। জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেছেন, এ বিষয়ে তিনি মন্ত্রনালয়ে কথা বলবেন। দ্রুত দাবি পূরণ করা না হলে পরবর্তীতে আবারও কর্মসূচি দেয়া হবে।
ধর্মঘট প্রত্যাহারের ফলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জসহ ১৫ জেলায় জ্বালানী তেল পরিবহন সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট স্থগিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ