Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ৪:০০ পিএম

খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলমান ৯৬ ঘণ্টা ধর্মঘটসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন।
ঢাকায় শ্রম অধিদফতরে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ নেতারা এমন সিদ্ধান্ত নেন।
আগামী ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া সাপ্তাহিক মজুরি পরিশোধ, ১৮ মে’র মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন এবং পবিত্র লাইলাতুল বরাতের জন্য আগামী ১৮ এপ্রলি এক সপ্তাহের মজুরি দেয়ার লিখিত চুক্তির পর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন-কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিকলীগ, সারাদেশের সিবিএ-ননসিবিএ নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট স্থগিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ