Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১:৪০ পিএম

রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল দেয়া বন্ধ করায় রুয়েটের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ বাইক চালকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পেট্রোল পাম্পটি পুনরায় খুলে দিয়ে তেল দেওয়া শুরু করলে রাস্তা অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এদিকে তেলের দাম বৃদ্ধির খবরে রাজশাহীর তেল পাম্পে উপচে পড়া ভিড় দেখা গেছে। অপরদিকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে।
এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগবে। এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম হবে ১৩০ টাকা। দামের এমন তালিকা শোভা পাচ্ছে প্রেট্রোল পাম্পগুলোয়। তেলের দাম বাড়তে পারে এমন খবরে শুত্রবার রাত বারোটার আগেই মোটরসাইকেলের ভীড় জমে যায় প্রেট্রোলপাম্পগুলোর সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ