নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ভারতের কাছে লজ্জার হার দিয়ে শুরু হয়েছিলো বাংলাদেশ নারী দলের টি-২০ এশিয়া কাপ মিশন। তবে তার পর থেকে একে একে নিজেদের ব্যাটে-বলের কারিশমা দেখিয়ে জয়ের বন্দরে ভিড়ছে রুমানা আহমেদের দল। গতকাল তৃতীয় ম্যাচে নেপালকে গুড়িয়েই দিয়েছে বাংলাদেশ। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ৯২ রানে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ৪ উইকেটে করা ১৩৩ রানের জবাবে নেপাল গুটিয়ে যায় মাত্র ৪১ রানেই। সানজিদা ইসলামের সঙ্গে নিগার সুলতানার ১১.৩ ওভার স্থায়ী ৭১ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৪০ বলে ৫টি চারে ৩৫ রান করেন সানজিদা। মাত্র একটি চারে ৪১ বলে ৩৯ রান করে ফিরেন আরেক ওপেনার সুলতানা। ১৭ বলে দুটি চারে ১৯ রান করে ফিরেন শায়লা শারমিন। দলকে বড় সংগ্রহ এনে দিতে ৯ বলে দুটি চারে অপরাজিত ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক রুমানা। ফাহিমা খাতুন ৬ বলে করেন অপরাজিত ৮ রান। নেপালের সঙ্গিতা রাই ৩১ রানে নেন ২ উইকেট।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ন্যূনতম লড়াইও করতে পারেনি নেপালের মেয়েরা। ১৭.৩ ওভা ব্যাট করে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ওপেনার সিতা রানা মাগার (১৫) ছাড়া নেপালের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩.৩ ওভারে ২ রান দিয়ে নেন ২ উইকেট একটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, জাহানারা আলম ও রুমানা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হারে বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারায় রুমানার দল। ছয় দলের এই টুর্নামেন্টে সেরা দুই দল খেলবে ফাইনাল।
দিনের অপর ম্যাচে পাকিস্তান নারী দলকে ৫ উইকেটে হরিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেম ৭ উইকেটে ৯৭ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৭ রান করেন নাইন আবিদি। এছাড়া আয়েশার ২৮ রানে ভর করে দারুণ শুরু পায় পাকিস্তান। ২০ রানে ৩ উইকেট নেন একতা, দুটি করে শিকার অনুজা এবং প্রীতির। জবাবে ৪ বল আর ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সর্বোচ্চ ৩৬ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন সাবেক অধিনায়ক মিতালী রাজ। এছাড়া অপরাজিত ২৯ রানের কার্যকরী এক ইনিংস আসে হারমানপ্রীতের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৩৩/৪ (২০ ওভার) সানজিদা ৩৫, নিগার ৩৯, আয়েশা ৪, শায়লা ১৯, রুমানা ১৭*, ফাহিমা ৮; বেলবাসি ১/২৮, মাগার ১/১৮, সঞ্জিতা ২/৩১।
নেপাল : ৪১/১০ (১৭.৩ ওভার) মাগার ১৫, বেলবাসি ৭, বারমা ৯, সাঞ্জিতা ৪; সুরাইয়া ১/১৪, নাহিদা ২/২, ফাহিমা ৪/৮, রুমানা ১/৭, জাহানারা ১/২, পান্না ১/৮।
ফল : বাংলাদেশ ৯২ রানে জয়ী।
ম্যা সেরা : ফাহিমা খাতুন (বাংলাদেশ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।